BRAKING NEWS

সাংবাদিক হত্যার সিবিআই তদন্তের সিদ্ধান্ত মন্ত্রিসভার, প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ নবগঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকেই রাজ্যে সাংবাদিক হত্যাকান্ডের তদন্তভার সিবিআইকে হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সরকারি তরফে যাবতীয় আইনি প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে৷ মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানান, রাজ্যে সাম্প্রতিককালে দুই সাংবাদিকের নির্মম হত্যাকান্ড সংঘটিত হয়েছে৷ মন্ত্রিসভার প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ সংশ্লিষ্ট বিষিয়ে সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ঘটনার তদন্তভার সিবিআইকে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন৷ রাজ্য সরকার বিষয়টি পুঙ্খনুপুঙ্খভাবে খতিয়ে দেখে বিষয়টি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত বলে মনে করে৷ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, দুি সাংবাদিক হত্যাকান্ডের তদন্তভার সিবিআইকে হস্তান্তর করা হবে৷ এজন্য সমস্ত আইনি প্রক্রিয়া গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে৷ এদিকে জানা গেছে, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনি কাগজপত্র আইন দফতরে পৌঁছে গেছে এবং এর তদন্তভার গ্রহণের জন্য সিবিআই-এর কাছে চিঠি দেওয়া হয়েছে৷

উল্লেখ্য করা যেতে পারে, ত্রিপুরার রাজধানী আগরতলার অদূরে মান্দাই এলাকায় গত ২০ সেপ্ঢেম্বর তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিক (২৮) এক রাজনৈতিক সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশের ঘেরাটোপে নিহত হন৷ পুলিশের সামনেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে৷ রক্তাক্ত অবস্থায় পুলিশ শান্তনুকে উদ্ধার করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন৷ এর পর ২১ নভেম্বর ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর) এর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের ভেতর সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে (৫০) গুলি করে হত্যার অভিযোগের ওঠে বাহিনীর কমাড্যান্ট তপন দেববর্মার বিরুদ্ধে৷ রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আরকে নগরে টিএসআর এর দ্বিতীয় বাহিনীর প্রধান কার্যালয়ের ভেতর সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক গুলি করে হত্যা করা হয়৷ এই ঘটনার পর  রাজ্যের সাংবাদিকরা টানা আন্দোলন চালিয়ে যান এবং দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন৷

এদিকে, দু’জন সাংবাদিক হত্যার ঘটনায় সিবিআই তদন্ত দেওয়ার ব্যাপারে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন৷ ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতিতে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে৷ শ্রীদেব নির্বাচনের আগেই এই ব্যাপারে সিবিআই তদন্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন৷ সেই অনুযায়ী আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিবিআই তদন্তের সিদ্ধান্ত নেওয়ার ইউনিয়ন রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছে৷ এবার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে ইউনিয়ন মনে করে৷ পাশাপাশি ধ্রুত এই তদন্তের কাজ যাতে সিবিআই হাতে নেয় এই ব্যাপারেও ইউনিয়ন দাবী জানিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *