নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ২৬ ফেব্রুয়ারি৷৷ রাজনীতির পরিচিত চেহারার বাইরে এক অন্য রূপে দেখা গেল সিপিএম ও বিজেপি দুই
প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীদের৷ ধনপুর থেকে শুরু করে তেলিয়ামুড়া এবং সাব্রুমে প্রার্থীদের সেই অন্য রূপ রাজনীতির পরিভাষায় কুশল বিনিময় বলে দাবি রাজনৈতিক মহলের৷
ধনপুরে পুনঃভোটে আজ এক ভিন্ন মেজাজে লক্ষ্য করা গেছে সিপিএম প্রার্থী তথা মুখ্যমন্ত্রী মানিক সরকারকে৷ নির্বাচনী চাপ ছিল না তাঁর মুখে৷ বরং খুবই খুশ মেজাজে আজ ভোটারদের সাথে দেখা করেছেন তিনি৷ সবচেয়ে অবাক করেছে, বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের সাথে দাঁড়িয়ে তাঁর কুশল বিনিময় পর্ব৷ সহাস্যে দুজনই একে অপরের সাথে সৌজন্য বিনিময়ের পাশাপাশি নির্বাচনী পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন৷ তেলকাজলা হাই সুকলে বুথে বেশ কিছুটা সময় তাঁদের একসাথে আলোচনা করতে দেখা গেছে৷ ভোটারদের পাশাপাশি রাজনৈতিক মহলেরও দাবি, নির্বাচনী উত্তাপের মাঝেও দুজনই কুশল বিনিময় সারলেন৷
একই চিত্র দেখা গেছে তেলিয়ামুড়াতেও৷ নির্বাচনী ডামাঢোলে ক্লান্ত সিপিএম ও বিজেপি প্রার্থী গৌরী দাস এবং কল্যাণী রায়কে আজ পুনঃভোটে তেলিয়ামুড়ায় বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বুথের বাইরে একসাথে বিশ্রাম নিতে দেখা গেছে৷ ছাত্র জীবনে দুজনই ভাল বন্ধু ছিলেন৷ পরবর্তী সময়ে রাজনৈতিক লড়াইয়ে এখন তাঁরা দুজনে প্রতিদ্বন্দ্বি৷ কিন্তু, নির্বাচনী লড়াইয়ের ফাঁকে অবসরে আজ তাঁরাও কুশল বিনিময় সেরেছেন৷ ধারণা করা হচ্ছে, নিজেদের ব্যক্তিগত জীবনের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তাঁরা চর্চা করেছেন৷
এমনই দৃশ্য দেখা গেছে সাব্রুমেও৷ লুধুয়া হাইসুকলে বুথে পুনঃভোটে সিপিএম প্রার্থী রীতা কর মজুমদার এবং বিজেপি প্রার্থী শঙ্কর রায়কে ‘সেলফি’ নিতে দেখা গেছে৷ তাঁদের এই রাজনৈতিক সৌজন্যতায় নিশ্চিতভাবে মুগ্দ হয়েছেন ভোটাররা৷ কারণ, রাজনীতির লড়াই যতই হোক, রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের মধ্যে সৌজন্যতা রাজ্যে শান্তির পরিবেশকে বজায় রাখতে সহায়ক ভূমিকা নিতে পারে বলে দাবি রাজনৈতিক মহলের৷