নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ফেব্রুয়ারি৷৷ বজ্রাঘাতে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে৷ সোমবার জিরানীয়া ইট ভাট্টার শ্রমিক সুভাষ মাঝির(৪২) বজ্রাঘাতে মৃত্যু হয়েছে৷ জানা গেছে, জানা গেছে, এদিন ভোরে বৃষ্টির সময় ঘর থেকে বেরিয়ে ইট ভাট্টায় কাজে যাওয়ার সময় তাঁর উপর বাজ পড়ে৷ ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়৷ প্রথমে তাঁকে জিরানীয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে হয়৷ কিন্তু, চিকিৎসকরা তাঁকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ জি বি হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা দেন৷
2018-02-27