পোর্ট মোরেসবি (পাপুয়া নিউ গিনি), ২৬ ফেব্রুয়ারি (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাপুয়া নিউ গিনি| স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনির হেলা প্রদেশ| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৫| পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৫৬০ কিলোমিটার দূরেও ভূকম্পন অনুভূত হয়| ভূমিকম্পের উত্সস্থল ছিল পোরগেরা থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে| জোরালো ও শক্তিশালী ভূমিকম্পে ১০ জনের মৃতু্যর খবর পাওয়া যাচ্ছে, তবে প্রশাসনের তরফ থেকে প্রাণহানি সম্পর্কে কোনও পর্যন্ত বিশেষ কিছুই জানানো হয়নি|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৬.৪৪ মিনিট নাগাদ ৭.৫ তীব্রতার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয় পাপুয়া নিউ গিনির হেলা প্রদেশ| ভূমিকম্পের উত্সস্থল ছিল পোরগেরা থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে, ভূগর্ভের ৩৫ কিলোমিটার গভীরে|
ফেলিক্স তারাণু নামে স্থানীয় এক ভূতত্ত্ববিদ জানিয়েছেন, মাউন্ট হাগেনে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে| বিস্তীর্ণ এলাকাজুড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন| বিভিন্ন বিল্ডিংয়ে ফাটল ধরেছে| প্রায় ৪০ সেকেন্ড ভূকম্পন স্থায়ী হয় বলে জানা গিয়েছে| ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, তীব্র ভূমিকম্পের জেরে সুনামির কোনও সম্ভাবনা নেই|
পাপুয়া নিউ গিনির সাংসদ এম মাকিবা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘তীব্র ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে| ভূমিকম্পের ঝাঁকুনিতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে| অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে|’ ভূমিকম্পের জেরে গোটা পাপুয়া নিউ গিনিতে এখন আতঙ্ক তৈরি হয়েছে| যদিও, পাপুয়া নিউ গিনি এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ|