শ্রীনগর, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। শনিবার রাত থেকেই জম্মু ও কাশ্মীরের উরি সেক্টার ব্যাপক গোলাবর্ষণ করতে শুরু করে পাকিস্তান। মূলত ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে এই গোলাবর্ষণ করে পাকিস্তান।
পাকিস্তানের গোলার হাত থেকে বাঁচতে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের চলে যেতে শুরু করেন স্থানীয় গ্রামবাসীরা। এই বিষয়ে কাশ্মীরের পুলিশ সুপার ইমতিয়াজ হুসেন জানিয়েছেন, পাকিস্তানের অবিরাম গোলাবর্ষণের জন্য এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা। প্রশাসন সূত্রের দাবি এখনও পর্যন্ত ৭০০ গ্রামবাসী গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন।
অন্যদিকে রবিবার জম্মু ও কাশ্মীরের বুধগ্রামের চরারি শরিফ এলাকায় এক জঙ্গির গুলিতে আহত হন এক জওয়ান। আহত জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনও জঙ্গি সংগঠন এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য।