নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, চলচ্চিত্র তারকা শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়ে স্তম্ভিত। কয়েক লক্ষ অনুরাগীদের হৃদয় ভেঙে তিনি চলে গেলেন। তাঁর অভিনীত মুনদ্রাম পিরাই, লামভে, ইংলিশ ভিংলিশ অন্য অভিনেতাদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই।
সোশ্যাল মিডিয়া ট্যুইটারে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণে দুঃখিত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন বর্ষীয়ান ছিলেন।দীর্ঘ অভিনয় জীবনে তিনি বিভিন্ন স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। শোকের এই সময়ে আমি তাঁর পরিবার এবং অনুরাগীদের সমবেদনা জানাই। তাঁর আত্মার শান্তি কামনা করি।
প্রসঙ্গত শনিবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। সূত্রের দাবি পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী বনি কাপুর, ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইকে গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শ্রীদেবীর আকস্মিক মৃত্যু খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।