মুম্বই, ২৫ ফেব্রুয়ারি(হি.স.): শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবী। শনিবার রাত ১১টা ৩০মিনিট নাগাদ দুবাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪। সূত্রের দাবি পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামী বনি কাপুর, ছোট মেয়ে খুশিকে নিয়ে দুবাইকে গিয়েছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। শ্রীদেবীর আকস্মিক মৃত্যু খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।
নিজের অভিনয় ক্ষমতা দিয়ে আট এবং নয়ের দশকে গোটা বলিউড জুড়ে দাপিয়ে বেড়িয়েছিলেন শ্রীদেবী। মিস্টার ইন্ডিয়া, লমহে, নাগিনা, চাঁদনি, গুমরাহ, ওয়াক্ত কী আওয়াজ়ের মতো কালজয়ী সিনেমা দর্শকদের উপহার দিয়েছিলেন তিনি। সম্প্রতি মম, ইংলিশ ভিংলিশয়ের মতো সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন তিনি। ২০১৩ সালের ভারতীয় সিনেমায় তাঁর অবদানকে কুর্নিশ জানিয়ে ভারত সরকারের তরফ থেকে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ১৯৭৫ সালে জুলি সিনেমায় শিশুশিল্পী হিসেবে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। তারপর বাকিটা ইতিহাস। ১২৫ টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন অনিল কাপুর, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও তিনি দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। আটের দশকে মাধুরী দীক্ষিত সঙ্গে পাল্লা দিয়ে বলিউডে একটার পর একটা হিট সিনেমা দিয়ে গিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নেমে এসেছে গোটা বলিউডে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুরসহ আরও অন্য বলিউড তারকা।