কাবুল(আফগানিস্তান), ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন ড্রোন হামলায় খতম তিন আইসিস জঙ্গি। পূর্ব আফগানিস্তানের কুনার রাজ্যে মানোগি জেলায় কয়েকজন আইসিস জঙ্গি লুকিয়ে থাকার আগাম খবর ছিল আমেরিকার কাছে। সেই মতো সেখানে ড্রোন হামলা চালায় আমেরিকা। ড্রোন হামলায় নিহত তিন আইসিস জঙ্গি। আফগানিস্তানের প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে নিহতদের একজন স্থানীয় আইসিস জঙ্গি নেতা মোহিবও ছিল। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, পূর্ব আফগানিস্তানের কুনার জেলাটি পাকিস্তান সীমান্তের কাছে। এই জেলা তালিবান, আইসিস এবং অন্য জঙ্গি সংগঠনগুলির শক্তঘাটি। এই এলাকায় জঙ্গিদের বাড়বাড়ন্ত রুখতে মরিয়া মার্কিন ও আফগান প্রশাসন। অন্যদিকে মধ্য প্রাচ্যের পাশাপাশি আফগানিস্তানেও বিগত কয়েক বছর ধরে আইসিসের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এতদিন পর্যন্ত আমেরিকা এবং আফগান প্রশাসনকে শুধুমাত্র তালিবানদের সঙ্গেই লড়তে হচ্ছিল। এবার তার মধ্যে যুক্ত হয়েছে আইসিস। তাদের বিরুদ্ধেই নিরন্তন ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। আফগানিস্তানের দুর্গম ভৌগোলিক অবস্থানের জন্যই ড্রোন হামলাকেই বেশি প্রাধান্য দিচ্ছে আমেরিকা।