নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারি৷৷ একই জায়গায় একমাসের মধ্যে তিনটি দুর্ঘটনা৷ ঘটনাস্থল চড়িলাম বাজার সংলগ্ণ রামকৃষ্ণ আশ্রমের সামনে জাতীয় সড়কে৷ শুক্রবার সন্ধ্যা পৌণে ছয়টা নাগাদ টিআর-০১-এ-৩৫৫৭ নম্বরের একটি মারুতী গাড়ী প্রচন্ড গতিতে আগরতলার দিকে যাচ্ছিল৷ এমন সময় রামকৃষ্ণ আশ্রমের আপর পাশে চন্দন পোদ্দার সাহা এর বাড়ি থেকে সন্তোষী মায়ের পূজার প্রসাদ খেয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন ৫৫ বছর বয়সী সমীর সাহা৷ বাড়ি বিশালগড়ের নোয়াপাড়ায়৷ বিশালগড় বাজারের ব্যবসায়ী সমীর সাহা৷ তিনি ভাগ্ণের বাড়ি থেকে প্রসাদ খেয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন৷ মারুতী গাড়িটি সমীর সাহাকে চাকার নীচে চাপা দিয়ে প্রায় দশ হাত দূরে পর্যন্ত নিয়ে যায়৷ গাড়িটি থামায়নি চালক৷ প্রচন্ড গতিতে পালিয়ে যায়৷ শেষ পর্যন্ত এলাকার জনগণ বিশালগড় থানায় ফোন করে বলেন গাড়িটি আটক করার জন্য৷ দুর্ঘটনার অনেক পরে বিশালগড় ও বিশ্রামগঞ্জের দমকল বাহিনী আসলে তাদের জনগণ উত্তেজিত হয়ে উঠেন৷
এলাকাবাসীর অভিযোগ জাতীয় সড়ক সংস্কারের কাজে নিযুক্ত সংস্থার গাফিলতির কারণে প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে৷ ঐ জায়গায় রাস্তার একটি অংশ উঁচু এবং বিপরীত দিকে অংশটি নীচু৷ তাতে গাড়ি টালমাটাল হয়ে যায়৷ ঠিক এই জায়গাতেই এর আগেও দুর্ঘটনায় পড়ে৷ এদিন দুর্ঘটনার পর যান চলাচল ব্যহত হয়৷ দুদিকে প্রচুর সংখ্যায় যানবাহন আটকা পড়ে যায়৷ শেষে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এদিকে, সমীর সাহাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ অবিলম্বে ঐ এলাকায় পুলিশ মোতায়েন করে যানবহান নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহণের দাবী উঠেছে৷