BRAKING NEWS

চেন্নাইয়ে এআইএডিএমকের প্রধান কার্যালয়ে উন্মোচিত জয়ললিতার মূর্তি

চেন্নাই(তামিলনাডু), ২৪ ফেব্রুয়ারি (হি.স.): তামিলনাডুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর পূর্ণঅবয়ব মূর্তি বসল দলের প্রধান কার্যালয়ে। শনিবার তামিলনাডুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা এআইএডিএমকে নেত্রী জয়ললিতার মূর্তি উন্মোচিত হল চেন্নাইয়ের এআইএডিএমকের প্রধানকার্যালয়ে। এই উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাডুর বর্তমান মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার সোনালি রঙের পূর্ণঅবয়ব মূর্তি উন্মোচন করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এডাপ্পাডি কে পালানিস্বামী। এই বিষয়ে তিনি বলেন, এআইএডিএমকের প্রধান কার্যালয়ের আমরা আম্মার(জয়ললিতার) মূর্তি উন্মোচন করলাম। যখন তিনি (জয়ললিতা) জীবিত ছিলেন তখন বহু প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। আমরাও বহু প্রতিবন্ধকতা মুখোমুখি হয়েছি। সমস্ত প্রতিবন্ধকতাকে সরিয়ে আমরা সফল হয়েছি। আম্মার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ। কেউ আমাদের আলাদা করতে পারবে না।
এই বিষয়ে উপ-মুখ্যমন্ত্রী ও পান্নিরসেলভম জানিয়েছেন, এআইএডিএমকের জন্য দিনটি খুবই গুরুত্বপূর্ণ। তামিলনাডুর মানুষের কল্যাণ করে আমরা দিনটি উদযাপন করি। কিন্তু আজ বুক ভরা আবেগ ও চোখ ভরা জল নিয়ে আমরা আম্মার মূর্তি সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রসঙ্গত, তালিম রাজনীতিতে কমল হাসান ও রজনীকান্ত নামক দুই সুপারস্টারের উদয় হয়েছে। এই দুই সুপারস্টার যাতে কোনও ভাবেই এআইএডিএমকের রাজনৈতিক শক্তি খর্ব করতে না পারে তাঁর জন্য এই উদ্যোগ বলে সূত্রের দাবি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *