নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র পর এবার পাকিস্তানি শিল্পীদের বলিউডে কাজ না দেওয়ার দাবি জানাল প্রযোজক কাউন্সিল৷ কাউন্সিলের সিইও সুরেশ আমিন পাকিস্তানি শিল্পীদের বলিউডে দু’বছরের জন্য নির্বাসন করার দাবি তুলেছেন৷
মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে সুরেশ আমিন বলেন, প্রযোজক কাউন্সিলের তরফ থেকে পাকিস্তানি শিল্পীদের দু’বছরের জন্য নির্বাসন করার দাবি জানানো হচ্ছে৷ সম্প্রতি খবর ছড়ায় পাকিস্তানি শিল্পী রাহাত ফতেহ আলি খানের সঙ্গে গান করার সুযোগ হাতছাড়া হয়েছে অরিজিত সিংয়ের৷ পাক শিল্পীর সঙ্গে ‘ওয়েলকাম টু নিউ ইয়র্ক’ ছবিতে গান করার কথা ছিল তাঁর৷ এই কনফারেন্সে ছবির প্রযোজক বাসু ভাগনানির সঙ্গে উপস্থিত ছিলেন বাবুল সুপ্রিয়৷
তার আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় রাহাত ফতেহ আলি খানের মত পাক শিল্পীদের বদলে ভারতীয় শিল্পীদের কোন ছবিতে গান গাওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিলেন৷
খবরে প্রকাশ, প্রযোজক সংস্থা পাক শিল্পীদের বলিউডে কাজ না দেওয়ার সিদ্ধান্ত পাশ করার সিদ্ধান্ত নিয়েছে৷ সেই সিদ্ধান্ত বলিউডের সব প্রযোজকের কাছে পাঠানো হবে৷ তাদের জানিয়ে দেওয়া হবে দু’বছরের জন্য পাক শিল্পীদের যেন বলিউডে কাজ না দেওয়া হয়৷