উত্তরপ্রদেশ বণিক সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

লখনউ(উত্তরপ্রদেশ), ২১ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বণিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ছাড়াও এই বণিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে অনুষ্ঠিত দুই দিনের এই সম্মেলনে যোগ দিয়েছেন দেশ বিদেশের প্রায় ৫০০০ উদ্যোগপতি। বেহাল আর্থিক দশা থেকে রাজ্যকে বের করে উন্নয়নের সড়কে নিয়ে আনার জন্যই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনের পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সম্ভাবনা, নীতি, পরিকল্পনা এবং কার্য সম্পাদনই উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। উত্তরপ্রদেশে উন্নয়নের বুনিয়াদি ভিত তৈরি হয়ে গিয়েছে। যেখানে বৃহদ নতুন উত্তরপ্রদেশের নির্মান করা হবে। যখন পরিবর্তন হয় তা অনুভূত হয়। উত্তরপ্রদেশের কৃষি ক্ষেত্রে প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দুগদ্ধ, আখ, আলু ফলনের দিক দিয়ে উত্তরপ্রদেশ এক নম্বর। উত্তরপ্রদেশের জনসংখ্যার ৭০ শতাংশই তরুণ প্রজন্ম। ফলে উত্তরপ্রদেশের অনেক সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে কোনও অসুবিধা হবে।
এই সম্মেলনে আদানি গ্রুপের পক্ষ থেকে আগামী ৫ বছরে রাজ্যে ৩৫০০০ কোটি টাকা বিনিয়োগের আশ্বাস দেওয়া হয়েছে। সড়ক, কৃষি, সৌর এবং তাপবিদ্যুতে বিনিয়োগ করবে আদানিরা। অন্যদিকে মুকেশ আম্বানি জানিয়েছেন রাজ্যে ২০০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। দুইদিন ব্যাপী এই সম্মেলনে প্রায় ৩০টি সেশন হবে। সম্মেলনে উল্লেখ্যযোগ্য যে শিল্পপতিরা উপস্থিত ছিলেন তারা হলেন কুমারমঙ্গলম বিড়লা, আনন্দ মহিন্দ্রা, এন চন্দ্রশেখরন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *