মুম্বই(মহারাষ্ট্র), ২১ ফেব্রুয়ারি(হি.স.): মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার কৌথুলায় বুধবার সকালে এক কৃষক আত্মহত্যা করেছে। সূত্রের দাবি এবারের তার ফসলের ফলন ভাল হয়নি। পাশাপাশি পুরনো কৃষি ঋণ চোকাতে না পেরে দীর্ঘদিন ধরেই অবসাদে ভুগ ছিলেন ওই কৃষক। তাই আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি।
প্রবীণ ঠাকুর নামে ওই কৃষকের ২ একর জমি রয়েছে। সম্প্রতি তার ফসল নষ্ট হয়ে যায়। তার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয় প্রবীণ ঠাকুরকে। নিজের ট্রাক্টর বন্ধক দিয়ে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন তিনি। তা চোকাতে না পারার জন্য অবসাদে ভুগছিলেন তিনি। অবশেষে আত্মঘাতী হলেন ওই কৃষক। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকারের কৃষকদের ঋণ মকুব যোজনার প্রচলন করলেও রাজ্যের সমস্ত কৃষক এর সুফল এখনও পায়নি। নিহত কৃষক প্রবীণ ঠাকুর রেখে গেলেন স্ত্রী, দুই শিশু এবং এক ভাই। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত কৃষকের মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।