BRAKING NEWS

শিশু ধর্ষণ কাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে এবার কঠোর আইন আনতে চলেছে রাজস্থান সরকার

জয়পুর(রাজস্থান), ২০ ফেব্রুয়ারি (হি.স.) : শিশু ধর্ষণকাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর আইন আনতে চলেছে রাজস্থান সরকার। খুব শীঘ্রই এই বিষয়ে একটি বিল রাজস্থান বিধানসভায় পেশ করা হবে। এই বিলটিতে শিশু ধর্ষণকাণ্ডে অপরাধীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সুপারিশ করা হবে। এই বিষয়ে রাজস্থানের মন্ত্রী গুলাব চন্দ কাটারিয়া জানিয়েছেন, আমরা মধ্যপ্রদেশের মতো করে এমন একটি আইন আনতে চলেছি যেখানে ১২ বছর এবং তার নীচে কোনও শিশুকে ধর্ষণ করলে অপরাধীকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হবে। বিলটি তৈরি হয়ে গেলেই বিধানসভায় তা পেশ করা হবে।
প্রসঙ্গত, গত বছর ৪ ডিসেম্বর মধ্যপ্রদেশ বিধানসভায় ‘দি পিন্যাল ল(মধ্যপ্রদেশ অ্যামেডমেন্ট)বিল-২০১৭’ বিলটি পাশ হয়ে ছিল। যেখানে বলা হয়েছিল শিশু ধর্ষণকাণ্ডে অপরাধীদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। উল্লেখ্য, রাজস্থানে শিশুদের উপর অপরাধ হওয়ার ঘটনা বেড়েই চলেছে। ২০১৬ সালে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী শিশুদের বিরুদ্ধে অপরাধ করার দায়ে ৪০৩৪ টি মামলা নথিভুক্ত হয়েছে। তার জেরেই এই কঠোর সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *