BRAKING NEWS

সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী প্রিয়া প্রকাশ বেরিয়ার

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : আসন্ন মালয়ালম সিনেমা “ওরু আদর লাভ”-র কলাকুশলী ও অভিনেত্রী প্রিয়া প্রকাশ বেরিয়ার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন। সিনেমার টিম ও প্রিয়া তাঁদের বিরুদ্ধে ফৌজদারি প্রক্রিয়া স্থগিত রাখার আর্জি জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন। প্রিয়ার চোখের ইশারা সমন্বিত সিনেমার একটি গান ভাইরাল হয়ে গিয়েছিল। ওই গানে একটি সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগ আহত হয়েছে বলে অভিযোগ জানিয়ে তেলেঙ্গানা ও মহারাষ্ট্রে এফআইআর দায়ের করা হয়েছিল। হায়দরাবাদে প্রথম অভিযোগটি দায়ের করেছিলেন এক ছাত্র। তাঁর অভিযোগ, এই গানে পয়গম্বর মহম্মদের ভাবমূর্তি খাটো করে দেখানো হয়েছে। এজন্য তিনি সিনেমার পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। দ্বিতীয় অভিযোগটি দায়ের হয় মহারাষ্ট্রে।
এই দুই অভিযোগের ভিত্তিতে দায়ের এফআইআর সংক্রান্ত ফৌজদারি প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশের আর্জি জানিয়ে সিনেমার টিম ও প্রিয়া পিটিশন দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। আগামীকাল মঙ্গলবার সম্ভবত এই পিটিশনের শুনানি হচ্ছে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *