জম্মু, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): ভারতীয় সেনাবাহিনীর সতর্ক প্রহরায় আবারও ব্যর্থ হল সন্দেহভাজনদের অনুপ্রবেশের চেষ্টা| রবিবার বিকেল ৫.২৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, সীমান্তের কাঁটাতার টপকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)| তবে, ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সতর্ক থাকায় সন্দেহভাজনদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে| পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-কে দেখা মাত্রই সেনাবাহিনীর জওয়ানরা গুলি চালালে সন্দেহভাজনরা পালিয়ে যায়| পরে ওই স্থান থেকে সন্দেহভাজন এক জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনাবাহিনী|
সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, রবিবার বিকেল ৫.২৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায়, সীমান্তের কাঁটাতার টপকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)| নিয়ন্ত্রণরেখা বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই গুলি চালান প্রহরারত সেনা জওয়ানরা| এমতাবস্থায় আচমকাই গ্রেনেড ছুঁড়ে মারে পাকিস্তানি বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)| গ্রেনেড হামলায় আহত হয়েছেন তিনজন সেনা জওয়ান| এরপর ভারতীয় সেনাবাহিনী যোগ্য জবাব ফিরিয়ে দিলেন সন্দেহভাজন অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়| পরে ওই স্থান থেকে সন্দেহভাজন এক জঙ্গির দেহ উদ্ধার করেছে সেনাবাহিনী| নিহত জঙ্গি কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি|