নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারি৷৷ আগরতলা বিমানবন্দরে শনিবার সোনার বিসুকটসহ এক বিমানযাত্রীকে আটক করেছে৷ তার নাম আবুল কালাম আজাদ৷ বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলায়৷ তার কাছ থেকে ১২টি সোনার বিসুকট উদ্ধার কর হয়েছে৷ প্রতিটি সোনার বিসুকটের ওজন ১০০ গ্রাম করে৷ আগরতলা থেকে বিমানে কলকাতা যাবার চেষ্টা করেছিল ওই যাত্রী৷ সিআইএসএফ বিমান যাত্রীকে পরীক্ষা নিরীক্ষা করার সময় সোনার বিসুকটগুলি উদ্ধার করতে সক্ষম হয়৷ তাকে সোনার বিসুকট সহ কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ চলেছে৷ উল্লেখ্য, ইতিপূর্বেও সোনার বিসুকটসহ বেশ কয়েকজন বিমানযাত্রীকে সোনার বিসুকটসহ আটককরা হয়েছে৷ তাদের বেশির ভাগই বাংলাদেশের বাসিন্দা৷ আগরতলা থেকে বিমানে তারা কলকাতা সোনার নিয়ে যাবার কৌশল নিচ্ছিল৷ তারা নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ে যায়৷
প্রসঙ্গত গত বছরের শেষের দিকে কয়েক দফায় এই সোনা পাচারের ঘটনা সামনে এসেছে আগরতলা বিমানবন্দরে৷ মহিলারাও এই পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে৷ বাংলাদেশী নাগরিকদের পাশাপাশি রাজ্যের একটি চক্রও এই পাচারের সাথে জড়িত রয়েছে বলে প্রকাশ্যে আসছে ক্রমশ৷ এই আন্তর্জাতিক স্বর্ণ চোরাচালান চক্রের সাথে কলকাতার কয়েকজন যুক্ত রয়েছে বলেও খবর রয়েছে৷ তবে কাস্টম ও পুলিশ এই ব্যাপারে তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না৷ যারা ধরা পড়ছেন তাদের আটক করে মামলা নিয়ে কোর্টে চালান করে দেওয়া ছাড়া আরও তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে নজরে আসে না৷ তাই এমনকি এই চোরাচালন চক্রের কোন পান্ডাকে জালে তুলতে দেখা যাচ্ছে না৷