নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারি৷৷ শান্তিপূর্ণই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫.৮৬ শতাংশ৷
ইভিএম গোলযোগ কাটিয়ে অবশেষে ছন্দে ফিরেছে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ নির্বাচন দপ্তর জানিয়েছে, ৪ শতাংশ ইভিএমে এদিন গোলযোগ দেখা গিয়েছিল৷ সারাই এবং বদল করার পর পুণরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে৷
এখন পর্যন্ত কোথাও কোন বড় ধরনের নাশকতামূলক ঘটনার খবর নেই৷ তবে, আমতলি বাইপাস রোডে একটি রাবার বাগানে অগ্ণিকান্ডের ঘটনা ঘটেছে৷ স্থানীয়দের বক্তব্য, এটি একটি নাশকতামূলক ঘটনা৷ রাজনৈতিক উদ্দেশ্যে রাবার বাগানে আগুন লাগানো হয়েছে৷ তাতে প্রায় ৪০০ রাবার গাছ নষ্ট হয়েছে৷ এছাড়া, ধলেশ্বর একটি বোমা উদ্ধার করেছে পুলিশ৷ শুধু তাই নয়, জিরানীয়াতে ভোটারদের ধমকানোর অভিযোগে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে৷ সূত্রের খবর, নগদ টাকা নিয়ে যাতায়াতের সময় আইপিএফটি’র এক নেতাকে আটক করেছে পুলিশ৷ তবে, এবিষয়ে পুলিশের কোন স্পষ্টিকরণ পাওয়া যায়নি৷
[vsw id=”Fd_paKe6pdk” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]রাজ্যের বিভিন্ন স্থানে ইভিএম গোলযোগ দেখা না দিলে এখন পর্যন্ত ভোটের হার আরও অনেক বেড়ে যেত৷ তবে, বিকাল ৪টার মধ্যে সমস্ত ভোটার ভোটকেন্দ্রে প্রবেশ করলে প্রত্যেক ভোটারের ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ভোট গ্রহণ চলতে থাকবে৷
এদিকে, টাউন বড়দোয়ালী কেন্দ্রের বাপুজি সুকলে ৩০ নং বুথে ইভিএমে বিজেপি প্রার্থীর দলীয় প্রতিকী চিহ্ণ স্টিকার দিয়ে ঢেকে দেওয়া অভিযোগ উঠে৷ ফলে, ওই বুথে প্রায় ৩০ মিনিট ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ ছিল৷ খবর পেয়ে স্থানীয় বিধায়ক ছুটে যান৷ পাশাপাশি কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীও ওই বুথে যান৷ ছুটে আসেন সদর এসডিমও৷ প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে৷ এদিকে, ৩০মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকার পর যথারীতি ভোট গ্রহণ শুরু হয় ওই বুথে৷