নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের সরব প্রচার শুক্রবার বিকেল চারটায় শেষ হয়েছে৷ এই অন্তিম লগ্ণে রাজ্যের সব কয়টি রাজনৈতিক দল মিছিল, মিটিং, র্যালি চালিয়েছে দেদার যে যার মতো৷ শুধু রাজধানী আগরতলা নয় রাজ্যের সবকটি বিধানসভা কেন্দ্রেই একই চিত্র লক্ষ করা গেছে৷ সাধারণ ভোটারদের কাছে নিজ নিজ দলের জনসমর্থনকে শেষ লগ্ণে আরও বড় করে দেখাতে তৎপরতা চালিয়েছে সিপিআইএম, বিজেপি, আইপিএফটি জোট, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার সকাল থেকেই বিভিন্ন হাট-বাজার, রাস্তা, অলি-গলিতে স্বরবর্ধক যন্ত্র বাজিয়ে, র্যালি করে যার যার দলের প্রচার চালানো হয়েছে৷ সরব প্রচারের শেষ লগ্ণে ক্ষমতাসীন সিপিআইএম কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী বিভিন্ন কাজকর্মের সমালোচনা করে নিজেদের দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছে৷ অপরদকি ‘চলো পাল্টাই’ স্লোগানের মাধ্যমে বিজেপি তাদের প্রার্থী-সহ মণ্ডল নেতারা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, পাড়ায় পাড়ায় সভা করে ভোট-ভিক্ষা করেছেন৷ শহর কিংবা গ্রাম, সব জায়গায় শুক্রবার নির্বাচনে সরব প্রচারের শেষ লগ্ণে একই চিত্র লক্ষ করা গেছে৷ নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর থেকে রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের তারকা প্রচারকদের আগমণ লক্ষ করা গেছে৷ উল্লেখযোগ্য বিজেপির তারকা প্রচারকরা ছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, স্মৃতি ইরানি এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেনত্মর মোদী৷ অপরদিকে সিপিআইএমের বৃন্দা করাত, সীতারাম ইয়েচুরি, প্রকাশ করাত প্রমুখ নির্বাচনী প্রচারে এসেছিল৷