মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): পদ্মাবতে রানি পদ্বিনীর চরিত্রে অভিনয় করে চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন দীপিকা পাডুকোন। এবার তাকে দেখা যাবে সম্পর্ণ অন্য ধারার চরিত্রে। আটের দশক মুম্বইয়ের মাফিয়া গ্যাংস্টার স্বপ্না দিদির ওরফে রাহিমা খানের জীবনী মূলক সিনেমা রানিতে অভিনয় করতে দেখা যাবে তাকে।এর জন্য এখনই চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করা শুরু করে দিয়েছেন দীপিকা পাডুকোন। আটের দশকে মুম্বইয়ের ত্রাস স্বপ্না দিদি চরিত্রকে রূপোলী পর্দায় ফুটিয়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন দীপিকা পাডুকোন বলে জানা গিয়েছে। এই সিনেমায় দীপিকা ছাড়াও একটি অতি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ইরফান খানকে। স্বপ্না দিদির স্বামী গ্যাংস্টার কালিয়ার চরিত্রে দেখা যাবে তাকে। শেষবার দুইজনকে সুজিত সরকারের পিকু সিনেমায় দেখা গিয়েছিল।
মার্চ মাস থেকে মুম্বইতে দীপিকা পাডুকোন ও ইরফান খান অভিনীত রানি সিনেমার শুটিং শুরু হবে। মনে করা হচ্ছে চলতি বছরের অক্টবরে গোটা দেশজুড়ে মুক্তি পাবে রানি। আটের দশকে মুম্বইয়ের অন্ধকার জগতের বিভিন্ন দিক এই সিনেমার মাধ্যমে তুলে ধরা হবে। সিনেমাটি পরিচালনা করবেন বিশাল ভরদ্বাজ।