মুম্বই, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): লুকোচুরি করেও শেষ রক্ষা হল না| সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তকারীদের জালে ধরা পড়ে গেলেন পিএনবি জালিয়াতির মুখ্য কারিগর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার (অবসরপ্রাপ্ত ) গোকুলনাথ শেট্টি| একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পিএনবি-র সিঙ্গল উইন্ডো অপারেটর (এসডাব্লিউও) মনোজ খারাত-কে| এখানেই শেষ নয়, পিএনবি জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছে নীরব মোদী গ্রুপ অফ ফার্মের অনুমোদিত স্বাক্ষরকারী (অথরাইজড সিগনেটরি) মনোজ হেমন্ত কারাটকে| শনিবার প্রত্যেককে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে তোলা হবে|
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের জালিয়াতিতে নীরব মোদীকে অবৈধভাবে ঋণ পাইয়ে দেওয়া ও লেটার অফ আন্ডারটেকিং পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে গোকুলনাথ শেট্টির বিরুদ্ধে| বৃহত্তর এই জালিয়াতি প্রকাশ্যে আসার পর ব্যাঙ্কের আভ্যন্তরীণ তদন্ত থেকে শুরু করে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), সকলের তদন্তেই গোকুলনাথ শেট্টিকে অন্যতম অভিযুক্ত বলে খুঁজে পাওয়া গিয়েছে| সিবিআই সূত্রের খবর, বারবার ঠিকানা পরিবর্তন করছিল গোকুলনাথ শেট্টি| অবশেষে তদন্তকারীদের জালে ধরা পড়ে সে| মুম্বইয়ে গোকুলনাথ শেট্টির বাড়িতে সিবিআই ও ইডি হানা দিয়ে অনেক গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছে| তারপরই সমস্তপ্রমাণ এক জায়গায় করে শনিবার গোকুলনাথ শেট্টিকে গ্রেফতার করেছে সিবিআই|