BRAKING NEWS

উত্তর প্রদেশে ট্র্যাক্টর-ট্রলি ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, দুই শিশু সহ মৃত ৫

বাদায়ুঁ (উত্তর প্রদেশ), ১৭ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের বাদায়ুঁ জেলায়, বিসাউলি-সাহাসওয়ান রোডে আখবোঝাই ট্র্যাক্টর-ট্রলি ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দুই শিশু সহ মোট পাঁচ জনের| ভয়াবহ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন অন্তত ১১ জন| শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বিসাউলি-সাহাসওয়ান রোডে, সাহাসওয়ান থানা এলাকায়| দুর্ঘটনায় নিহতদের নাম হল, এসইউভি গাড়ির চালক রাম সিং (৬৮) এবং যাত্রী রূপমতী (৪৫), ঊষা দেবী (২০), তনুশ্রী (৪) এবং চুন্নু (৬)| কমবেশি আহত অবস্থায় অন্তত ১১ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
সাহাসওয়াল পুলিশ স্টেশনের পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে বিসাউলি-সাহাসওয়ান রোডে আখবোঝাই ট্র্যাক্টর-ট্রলি ও এসইউভি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এসইউভি গাড়ির চালক ও দুই শিশু সহ মোট পাঁচজনের| মৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় অন্তত ১১ জনকে ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে| মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সাহাসওয়াল থানার পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *