BRAKING NEWS

উচ্চস্তরের সুরক্ষা ছাড়া পিএনবি জালিয়াতি কখনই সম্ভব নয় : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রের বিরুদ্ধে বিষোদগার করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| শনিবার পিএনবি জালিয়াতি ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘এটি ২২,০০০ কোটি টাকার দুর্নীতি| উচ্চস্তরের সুরক্ষা ছাড়া কখনই সম্ভব নয়| সরকার আগে থেকেই এ বিষয়ে অবগত ছিল, অন্যথায় এমনটা হওয়া মোটেও সম্ভব নয়| প্রধানমন্ত্রী এগিয়ে আসতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে হবে|’
উল্লেখ্য, পিএনবি কেলেঙ্কারির ঘটনায় শনিবারই গ্রেফতার করা হয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার সহ ৩ জনকে| শনিবার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তদন্তকারীদের জালে ধরা পড়ে গেলেন পিএনবি জালিয়াতির মুখ্য কারিগর পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রাক্তন ডেপুটি ম্যানেজার (অবসরপ্রাপ্ত) গোকুলনাথ শেট্টি| একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে পিএনবি-র সিঙ্গল উইন্ডো অপারেটর (এসডাব্লিউও) মনোজ খারাত-কে| এখানেই শেষ নয়, পিএনবি জালিয়াতি মামলায় গ্রেফতার করা হয়েছে নীরব মোদী গ্রুপ অফ ফার্মের অনুমোদিত স্বাক্ষরকারী (অথরাইজড সিগনেটরি) মনোজ হেমন্ত কারাটকে| শনিবার প্রত্যেককে মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *