সুঞ্জওয়ানে হামলার রেশ কাটতে না কাটতেই জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গিহানা

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে কাশ্মীরে। জম্মু ও কাশ্মীরের বারামুলার পাত্তানের পালহানে ওই লড়াই চলছে। সুঞ্জওয়ানে ও করণ নগরে সেনা ক্যাম্পে জঙ্গি হানার পর দুদিন কাটতে না কাটতেই ফের জম্মু ও কাশ্মীর অশান্ত হয়ে উঠল। এবার বারামুলার পলহালন এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে| বৃহস্পতিবার রাতে পুলওয়ামা রেলস্টেশনের কাছে অবন্তীপোরার পাঞ্জ গম গ্রামে সিআরপিএফ শিবিরে হামলা চালায় জঙ্গিরা। এখনও চলছে গুলির লড়াই। বৃহস্পতিবার রাতে সিআরপিএফ ক্যাম্পে লক্ষ্য ঝাকে ঝাকে গুলি চালানো হয়| তবে রাত পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি| সেনা সূত্রে খবর, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। রাতভর জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এর আগে বৃহস্পতিবারও রাত ৮টার পরে পুলওয়ামায় অবন্তীপুরা এলাকায় সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গুলি ছোঁড়ে। সেখানে কোনও হতাহত হয়নি। তারপর শুক্রবার সকাল থেকেই বারামুলায় গোলাগুলি বর্ষণ অব্যাহত|
দু’দিন আগে সীমান্তে নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনা সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালায়। সঙ্গে সঙ্গে তার জবাব দেয় ভারতীয় সেনা। বারবার সীমান্তে গোলাগুলি চালিয়ে জঙ্গিদের ভারতে প্রবেশের রাস্তা করে দিতে চাইছে পাকিস্তান। এমনটাই মনে করা হচ্ছে। সাঁঝোয়ানে যে হামলা হয় তাতে মোট ৬জন মারা গিয়েছেন। একজন সাধারণ মানুষ ও ছয়জন সেনা শহিদ হয়েছেন। তারপর থেকে কাশ্মীরের নানা এলাকায় জঙ্গি তৎপরতা বেড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *