জম্মু, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): করলেন দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ কনস্টেবল তারিক আহমেদ মালিক । গত ৪ ফেব্রুয়ারি তিনি আহত হন। বুধবার সকালে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল তারিক আহমেদ মালিক গত ৪ ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তৎক্ষনাৎ তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অন্য আর একটি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন এদিন মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। তারিক আহমেদ মালিকের মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।