চাকেরি (কানপুর), ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : বিয়ে বাড়িতে এসে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি লেগে মৃত্যু হল এক সেনা জওয়ানের। কানপুরের চাকেরি শহরের ঘটনা। ওই জওয়ান হরিয়ানার আম্বালায় কর্মরত ছিলেন। মঙ্গলবার কানপুরে এক বন্ধুর বউভাতে এসে গুলি লেগে মৃত্যু হয় তাঁর। মৃত জওয়ানের বোন এনিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, প্রথমে একটি ফোন আসে। বলা হয়, বিয়ের বাড়িতে গুলিবিদ্ধ হয়েছে দাদা। তারপর আবার ফোন করে বলা হয়, কেউ ধাক্কা মেরেছিল। যার জেরে কোনওরকমে গুলি বের হয় রাইফেল থেকে। আর সেই গুলি লেগে মারা যায় তার দাদা। কিন্তু, বুকে কীভাবে গুলি লাগল সেবিষয়ে প্রশ্ন তুলেছেন জওয়ানের বোন।
কানপুরের বিশেষ পুলিশ সুপার অখিলেশ কুমার মীনা বলেন, “নিজের রাইফেল থেকে গুলি গেলে মৃত্যু হয় ওই জওয়ানের। একটি মামলা দায়ের করা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। কীভাবে জওয়ান গুলিবিদ্ধা হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”