BRAKING NEWS

পাকিস্তানে ভয়াবহ আততায়ী হামলা, মৃত্যু চার সৈনিকের

কোয়েটা (পাকিস্তান), ১৪ ফেব্রুয়ারি (হি.স.): পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে অজ্ঞাত পরিচয় বন্দুকবাজদের গুলিতে প্রাণ হারালেন আধাসামরিক বাহিনীর চারজন সৈনিক| বুধবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটেছে বালুচিস্তান প্রদেশের দুক্কানি বাবা এলাকায়, সারিয়াব রোডে|কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) রাজ্জাক চীমা জানিয়েছেন, বুধবার রুটিন টহল দিতে বেরিয়েছিলেন ফ্রন্টিয়ার ক্রপস (এফসি) জওয়ানরা| সারিয়াব রোডে আধাসামরিক বাহিনীর গাড়ি লক্ষ্য করে আচমকাই হামলা চালায় অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা| আততায়ীদের গুলিতে প্রাণ হারিয়েছেন চারজন সৈনিক| বন্দুকবাজদের হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী| যদিও আততায়ীদের কোনও খোঁজ পাওয়া যায়নি|

এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন| তবে প্রশাসনের অনুমান, সন্ত্রাসী হামলার নেপথ্যে বালুচ ন্যাশনালিস্ট অথবা তালিবান জঙ্গিদের হাত থাকতে পারে| উল্লেখ্য, গত মাসেই আত্মঘাতী বোমা বিস্ফোরণে রক্তাক্ত হয়েছিল কোয়েটার জারঘুন রোড| আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয়েছিল অন্তত ৭ জনের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *