নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি৷৷ জি- নেটের চেয়ারম্যান কে বালাচন্দ্র নায়ারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো ত্রিপুরা হাইকোর্ট৷ সোমবার এই আদেশ জারি করা হয়েছে৷ উচ্চ আদালতের প্রধান বিচারপতি টি ভাইপেই এই নির্দেশ জারি করেছেন৷ ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিচালনার দায়িত্ব নিয়ে রাজ্য সরকাজ্ঝেরর বহু কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়ার পর আদালতে মামলা দায়ের করা হয়৷ আদালত তাঁকে উপস্থিত হওয়ার জন্য বহুবার নির্দেশ দেয়৷ কিন্তু তিনি উপস্থিত না হয়ে বারংবার অতিরিক্ত সময় চেয়ে যান৷ আদালত তাঁকে সশীরের হাজির থাকার জন্য বলেছিল৷ শেষ পর্যন্ত সোমবার আদালতে হাজির হওয়ার জন্য তাঁকে চূড়ান্ত সময় নির্দিষ্ট করে দেওয়া হয়৷ কিন্তু, তারপরও তিনি আদালতে হাজির হননি৷ আর এর পরই উচ্চ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে৷ উল্লেখ করা যেতে পারে, জি-নেটের কর্ণধার কে বালাচন্দ্র নায়ার ত্রিপুরা মেডিক্যাল কলেজ পরিচালনার দায়িত্ব নিয়ে বেশ কয়েক বছর রাজ্য সরকারের অর্থে কাজ চালিয়ে যান৷ কিন্তু, পরবর্তী সময় রাজ্য সরকারের বহু কোটি টাকা গায়েব করে দিয়ে তিনি রাজ্য থেকে পালিয়ে যান বলে অভিযোগ৷
2018-02-13
