BRAKING NEWS

দিল্লিতে স্যুটকেস থেকে মিলল ৭ বছরের শিশুর দেহ

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স): প্রায় একমাস নিখোঁজ থাকার পর স্যুটকেস থেকে মিলল ৭ বছরের এক শিশুর দেহ৷ ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম দিল্লির স্বরূপ নগরে৷ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ স্বরূপ নগর পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷

উত্তর পশ্চিম পুলিশের ডেপুটি কমিশনার আসলাম খান জানিয়েছেন, ওই ছেলেটির নাম আশিস৷ ৭ জানুয়ারি সে নিরুদ্দেশ হয়৷ মঙ্গলবার সকালে নতুপুরা গ্রামের কাছে একটি সুটকেসের মধ্যে পাওয়া গিয়েছে৷ আশিসের বাড়িতে ভাড়া থাকত অবদেশ শাক্য৷ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অপরাধের মোটিভ এখনও খুঁজে পাওয়া যায়নি৷ আশিসের বাবা ও মাকে ইতিমধ্যেই জিজ্ঞাসা করা হয়েছে৷ জানা গিয়েছে, ওই ভাড়াটের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল আশিস৷ তাকে “কাকা”বলে ডাকত৷ আশিসের বাবা ও মা যখন ছেলেকে শাক্যর কাছে পাঠানো বন্ধ করে, তা ভালো লাগেনি শাক্যর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *