BRAKING NEWS

সেনা ছাউনিতে জঙ্গি হামলায় পাকিস্তানের কড়া সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী

শ্রীনগর, ১১ ফেব্রুয়ারি (হি.স.): জম্মুর সুঞ্জওয়ান সেনা ছাউনিতে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের কঠোর সমালোচনা করলেন জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী নির্মল সিং। এই বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় পাকিস্তানের কাপুরুষতার পরিচয় পাওয়া গেল। তারা ভারতের সঙ্গে মুখোমুখি লড়তে পারে না তাই পরোক্ষ ভাবে নিজেদের লোক পাঠিয়ে নিরীহ নাগরিকদের উপর হামলা চালাচ্ছে। সেনা ছাউনি ভেতর অনেক পরিবারের আবাসন ছিল। গোটা এলাকাকে নিরাপদ রাখার জন্য সেনাবাহিনী পর্যপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে সেনাপ্রধান বিপিন রাওয়াত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ জম্মু সফর করবেন। এই ঘটনার পরে গোটা জম্মু এবং কাশ্মীর জুড়ে জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা।

উল্লেখ্য, শনিবার ভোর ৪টে৫৫মিনিট নাগাদ জম্মুর সুনজওয়ান সেনা ছাউনি হামলা চালায় একদল পাকিস্তান মদতপুষ্ট জৈশ-ই-মহম্মদ জঙ্গিরা। এই সংঘর্ষে এখনও পর্যন্ত ৪ জঙ্গিকে খতম করা গিয়েছে। শহিদ হয়েছেন এখনও পর্যন্ত ৫ জন জওয়ান এবং এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।সেনাবাহিনীর তরফ থেকে বলা হয়েছে সেনা ছাউনিতে লুকিয়ে থাকা জঙ্গিদের বের করতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

বিশেষ সূত্র থেকে পাওয়া খবর থেকে জানা যাচ্ছি জঙ্গি নেতা সইদ সালাউদ্দিন এবং মাসুদ আজার এই জঙ্গি হামলার ছক কষে ছিলেন। সেই প্রেক্ষিতেই জম্মু ও কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রীর এই কথা বলেছেন বলে সূত্রের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *