BRAKING NEWS

১১ মার্চ গোরক্ষপুর ও ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচন, ফল ঘোষণা ১৪ মার্চ

লখনউ, ৯ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের গোরক্ষপুর এবং ফুলপুর লোকসভা আসনের উপনির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন৷ এই দুই লোকসভা আসনের উপনির্বাচনে হবে আগামী ১১ মার্চ| উপনির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৪ মার্চ| নির্বাচন কমিশন সূত্রের খবর, নির্বাচনী আচরণবিধি জারি হবে চলতি মাসের ১৩ তারিখ থেকে| উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন নির্ধারিত হয়েছে ২০ ফেব্রুয়ারি| ২১ ফেব্রুয়ারি স্ক্রুটিনি হবে| প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন হল ২৩ ফেব্রুয়ারি|
উত্তর প্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ হলেন যোগী আদিত্যনাথ৷ কিন্তু গত বছর বিধানসভা নির্বাচনে বিজেপি বিপুলভাবে জয়লাভের পর তিনি হন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ অন্যদিকে, ফুলপুর কেন্দ্রের সাংসদ কেশব প্রসাদ মৌর্য উপ-মুখ্যমন্ত্রী পদ পান৷ এই দু’জনেই উত্তরপ্রদেশ বিধানসভার সদস্য হয়ে যাওয়ায় লোকসভা আসন দুটি খালি পড়ে যায়৷ যার ফলে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়ে৷ ১৯৯১ সাল থেকে বিজেপির দখলে গোরক্ষপুর আসনটি৷ অন্যদিকে, ২০১৪ সালে লোকসভা ভোটের সময় মোদী ম্যাজিকে ভর করে ফুলপুর কেন্দ্রটি বিজেপির দখলে যায়৷ এতদিন এই কেন্দ্রটি কংগ্রেসের দখলে ছিল৷ বিজেপি আশাবাদী আসন্ন উপনির্বাচনে এই কেন্দ্র দুটিতে তারাই ক্ষমতা ধরে রাখতে চলেছে৷ শুধু ক্ষমতা ধরে রাখা নয়, গতবারের চেয়ে বেশি মার্জিন ভোটে তারা জিতবে৷
রাজনৈতিক মহলের মতে, আসন্ন উপনির্বাচনে যোগী আদিত্যনাথের পরীক্ষা হতে চলেছে। কারণ, তাঁর জনপ্রিয়তার পারদ কতটা রয়েছে, তা বোঝা যাবে এই উপনির্বাচনে। জোর জল্পনা, ফুলপুর আসন থেকে লড়তে পারেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী, যিনি গতবছর রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন। যদিও, দলের তরফে এ প্রসঙ্গে কিছুই জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *