BRAKING NEWS

বহিরাগতদের সম্পর্কে রাজ্যবাসীকে ফের সতর্ক করলেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ নির্বাচন যত এগিয়ে আসছে বহিরাগতদের সম্পর্কে সচেতন করার তাগিদ

বুধবার কৈলাসহরে বামফ্রন্টের সমাবেশ বক্তব্য রাখেন মখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি নিজস্ব৷

সিপিএমের আরো বেড়েছে৷ নির্বাচনী জনসভায় সিপিএম পলিটব্যুরো সদস্য তথা মুখ্যমন্ত্রী মানিক সরকার বহিরাগতদের সম্পর্কে রাজ্যবাসীকে আবারও সচেতন করেছেন৷  তাঁর কথায়, নিজ নিজ এলাকায় অপরিচিত কাউকে দেখা মাত্রই পুলিশকে জানান৷ সন্দেহজনক কাউকে ঘোরা ফেরা করতে দেখলেই তার প্রতি নজর দিন৷ কারণ, মানিক সরকার মনে করছেন ভোটের দিন বহিরাগতরা নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিতে পারেন৷

বুধবার কৈলাসহরে নির্বাচনী জনসভায় ভাষণে মানিক সরকার বলেন, বাইরে থেকে বহু মানুষ প্রতিদিন রাজ্যে আসছেন৷ তাঁর মতে, বহিরাগতরা নির্বাচনের পরিবেশ নষ্ট করে দিতে পারে৷ তাই তাঁর পরামর্শ, নিজ নিজ এলাকায় অপরিচিত লোক দেখলেই বিষয়টি পুলিশের নজরে নিয়ে যাবেন৷ কাউকে সন্দেহজনক ঘোরা ফেরা করতে দেখলেই তার প্রতি নজরদারি বাড়াবেন৷ রাজ্যের শান্তির পরিবেশ বজায় রাখার দায়িত্ব জনগণকেও নিতে বলেছেন মানিক সরকার৷

পৃথক রাজ্য সম্পর্কেও এদিন তিনি সমালোচনায় মুখর হয়েছেন৷ আইপিএফটিকে বিঁধতে গিয়ে তিনি বিজেপিকেও একহাত নিয়েছেন৷ তাঁর কথায়, রাজ্যকে দু-টুকরো করে দেওয়ার চক্রান্তে যারা লিপ্ত সেই আইপিএফটির সাথেই নির্বাচনী আঁতাত করেছে বিজেপি৷ তাঁর দাবি, রাজ্যের শান্তি, সম্প্রতি এবং ঐক্যের বাতাবরণ নষ্ট করার জন্যই এই আঁতাত হয়েছে৷ তবে, তাঁর বিশ্বাস রাজ্যবাসী এই আঁতাতকে প্রত্যাখ্যান করবেন৷

মানিক সরকার বিজেপির প্রতিশ্রুতিগুলি একটাও পূরণ হবেনা বলে দাবি করেন৷ তাঁর বক্তব্য, ২০১৪ লোকসভা নির্বাচনের আগেও বিজেপি বহু প্রতিশ্রুতি দিয়েছিল৷ কিন্তু, কোনটাই পূরণ করেনি বিজেপি৷ এরাজ্যেও ক্ষমতা দখলে প্রতিশ্রুতি বন্যা হইয়ে দিয়েছে বিজেপি৷ একইভাবে এরাজ্যের ক্ষেত্রেও তারা কোন প্রতিশ্রুতি পালন করবেন না বলে দাবি করেন মানিক সরকার৷

তিনি জোর গলায় বলেন, একমাত্র বামফ্রন্ট প্রতিশ্রুতি দিলে তা পূরণ করার ক্ষমতা রাখে৷ রাজ্যের উন্নয়নে এখন পর্যন্ত বামফ্রন্টই সফল হয়েছে৷ আগামীদিনেও এই কর্মধারা বজায় থাকবে বলে আশ্বাস দিয়েছেন মানিক সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *