নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ ইভিএম ও ভিভিপ্যাট সম্পূর্ণ নিরাপদ৷ ভোট যন্ত্র নিয়ে নির্বাচনে দুশ্চিন্তার কোন অবকাশ নেই৷ বুধবার সাংবাদিক সম্মেলনে ফের একথা জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷ সাথে স্বীকার করেছেন, অম্পিনগর কেন্দ্রে একটি বুথে মহড়া চলাকালিন ইভিএমে প্রতীকি চিহ্ণের গরমিলের কারণে সমস্যা হয়েছিল৷ তবে, কোন রাজনৈতিক দলের প্রতীকি চিহ্ণ মহড়ায় ব্যবহৃত হয়নি, দাবি মুখ্য নির্বাচন আধিকারিকের৷
মঙ্গলবার রাতেই সাংবাদিক সম্মেলনে ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে যে অভিযোগ উঠেছে তা খারিজ করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তী৷ বুধবার ফের সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে তার বক্তব্য, নির্বাচনে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পূর্ণ নিরাপদ৷ ভোট যন্ত্রে কারচুপির কোন সুযোগ নেই বলে আশ্বাস দিয়েছেন তিনি৷ এদিন শ্রীরাম তরণীকান্তী বলেন, ভোট যন্ত্রের মহড়ায় কোন রাজনৈতিক দলের প্রতীকি চিহ্ণ ব্যবহৃত হয়না৷ তাই বিজেপির প্রতীকি চিহ্ণ মহড়া চলাকালিন দেখা গেছে, তা সম্পূর্ণ ভুল বলে দাবি করেন তিনি৷ মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, ইভিএমের মহড়ায় যে চিহ্ণগুলি ব্যবহার করা হয়েছে তা ক্রম অনুসারে সাজানোর ক্ষেত্রে কিছুটা গরিমিল হয়েছে৷ এই গরমিলের কারণেই ভুল চিহ্ণ দেখা গেছে৷ কিন্তু, নির্বাচনের দিন এধরনের গরমিলের কোন সম্ভাবনা নেই৷ মুখ্য নির্বাচন আধিকারিক বলেন, প্রত্যেক রিটার্ণিং অফিসারের ব্যক্তিগত নজরদারিতে ইভিএম এবং ভিভিপ্যাট বিলি করা হবে৷ রাজনৈতিক দলগুলির প্রতীক চিহ্ণ ক্রম অনুসারে সাজানোর ক্ষেত্রেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে৷ পাশাপাশি, ইভিএম এবং ভিভিপ্যাটে রাজনৈতিক দলের প্রতীক চিহ্ণ সাজানো এবং বিলি রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের উপস্থিতিতেই করা হবে৷ এক্ষেত্রে কোন ধরনের গরমিল কিংবা কারচুপি হওয়ার সম্ভাবনা নেই৷
এদিন তিনি বলেন, ভোটের আগেই এধরনের সমস্যা নজরে আসায় কমিশন উপকৃত হয়েছে৷ এখন এবিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা সম্ভব হবে৷ তিনি জানান, ৫০ শতাংশ অতিরিক্ত ইভিএম আনা হয়েছে৷ কোথাও কোন প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে ভোট যন্ত্র বদল করতে প্রস্তুত রয়েছে কমিশন৷ শ্রীরাম তরণীকান্তী জানান, সাধারণত ১৪০ শতাংশ ইভিএম ভোটের কাজে ব্যবহারের জন্য আনা হয়৷ কিন্তু, এবারের নির্বাচনে ১৫০ শতাংশ ইভিএম মজুত করা হয়েছে৷ মূলত, দুর্গম এলাকাগুলিতে ভোট যন্ত্রের ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গেই বদল করার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে৷
মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, অম্পিনগর কেন্দ্রের একটি বুথে যে গরমিল হয়েছিল তার তদন্ত করা হচ্ছে৷ ভোটের কাজে গাফিলতি নিয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে৷ এদিকে, বুধবার থেকেই ইভিএম এবং ভিভিপ্যাটের কমিশনিং শুরু হয়ে গেছে৷
এদিকে, ভোটযন্ত্রে অনিয়ম সংক্রান্ত সিপিআএিম-এর অভিযোগ খন্ডন করেছে নির্বাচন কমিশন৷ একই সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক আগামীদিনেও কোনও ধরনের অনিয়মের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷ মঙ্গলবার সিপিআইএম উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণিকান্ত এক সাংবাদিক সম্মেলনে বুধবার জানিয়েছেন, সিপিআএিম এর তরফে ভোটযন্ত্র থেকে শুধুমাত্র একটি দলের জন্যই ভোট যাওয়ার যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়৷ ভোটযন্ত্র নিয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণের সময় কোনও রাজনৈতিক দলের প্রতীকচিহ্ণ ব্যবহার করা হয় না৷ ফলে কোনও একটি দলের চিহ্ণে ভোট যাওয়ার অভিযোগ অসত্য এবং ভিত্তিহীন৷ তিনি বলেন, ভোটযন্ত্রে এবং ভিবি প্যাডে একই ধরনের লিস্ট প্রথম থেকে লাগানো থাকে৷ আর এর উপর ভিত্তি করে যে ব্যক্তি যে চিহ্ণে ভোট দেবেন তা স্পষ্ট হয়ে উঠবে ভিইব প্যাডে৷ এখানে কোনও ধরনের জটিলতার প্রশ্ণই উঠে না৷ তবে কোনও সময় ক্রটি ধরা পড়লে দ্রুত তা বদল করার ব্যবস্থাও রয়েছে৷ ভোট দানের সময় কোনও ধরনের সমস্যা সৃষ্টির সম্ভাবনাই নেই৷ তিনি জানান, বেশ কিছু রিটার্নিং অফিসারের বিরুদ্ধে নিরপেক্ষতা বজায় না রাখার বিষয়ে অভিযোগ এসেছে৷ এগুলি খতিয়ে দেখা হচ্ছে এবং নির্বাচন কমিশনকেও তা জানানো হয়েছে৷ তদন্তক্রমে সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান৷