BRAKING NEWS

রাজস্থানে গাড়ি দুর্ঘটনায় আহত প্রধানমন্ত্রীর স্ত্রী, মৃত্যু আত্মীয়ের

চিত্তোরগড় (রাজস্থান), ৭ ফেব্রুয়ারি (হি.স.): গাড়ি দুর্ঘটনায় আহত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন| বুধবার সকালে গাড়ি দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিত্তোরগড় জেলায় চিত্তোরগড়-কোটা হাইওয়েতে| গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| তবে, দুঃসংবাদ হল এই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রীর স্ত্রীর এক আত্মীয়ের| এছাড়াও আহত হয়েছেন এক শিশু সহ আরও দু’জন| পুলিশ সূত্রের খবর, রাজস্থানের কোটার কাছে বরণ জেলায় একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| বুধবার সকালে আত্মীয়দের সঙ্গে সেখান থেকে গুজরাটের আহমেদাবাদে ফিরছিলেন তিনি| ঘড়ির কাঁটায় সকাল তখন ৯.৪৫ মিনিট হবে, চিত্তোরগড়-কোটা হাইওয়েতে কাটুণ্ডার কাছে (জেলা সদর থেকে ৪৫ কিলোমিটার দূরে) দুর্ঘটনার কবলে পড়ে প্রধানমন্ত্রীর স্ত্রীর ইনোভা গাড়িটি| প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, কাটুণ্ডার কাছে বেপরোয়া একটি ট্রাক এবং যশোদাবেন-এর গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| দুর্ঘটনার জেরে ইনোভা গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গিয়েছে|
পারসোলি পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার শ্যাম সিং জানিয়েছেন, দুর্ঘটনায় সামান্য চোট পেয়েছেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| তাঁর মাথায় চোট লেগেছে| আত্মীয়দের সঙ্গে ইনোভা গাড়িতে চেপে গুজরাটের আহমেদাবাদে ফিরছিলেন তাঁরা| বুধবার সকালে পৌনে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে চিত্তোরগড় জেলায়, চিত্তোরগড়-কোটা হাইওয়েতে কাটুণ্ডার কাছে| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রধানমন্ত্রীর স্ত্রীর আত্মীয় বসন্তভাই মোদীর| প্রধানমন্ত্রীর স্ত্রী ছাড়াও আহত হয়েছেন এক শিশু আরও দু’জন| মেডিক্যাল চেকআপের জন্য প্রধানমন্ত্রীর স্ত্রীকে চিত্তোরগড়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে|
প্রসঙ্গত, গুজরাটের মেহেসানায় ভাইয়ের সঙ্গে থাকেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন| তাঁর বাড়িতে ২৪ ঘন্টাই কড়া নজরদারি রাখে পুলিশ| তবে, তিনি দুর্ঘটনার কবলে পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাঁর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *