তাইপি (তাইওয়ান), ৭ ফেব্রুয়ারি (হি.স.): জোরালো ও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ানের পূর্ব উপকূল| ‘ভয়ঙ্কর’ ভূকম্পন অনুভূত হয়েছে তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দর শহর হিউয়ালিয়েন-এ| ভূমিকম্পের ঝাঁকুনিতে শুধুমাত্র হিউয়ালিয়েন শহরেই ভেঙে পড়েছে পাঁচটি বহুতল| ফাটল ধরেছে রাস্তায়| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের| জখম হয়েছেন অন্তত ২২৫ জন| তাঁদের মধ্যে অন্তত ২৪ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক| ভূমিকম্পের ঝাঁকুনিতে আরও কিছু বাড়িঘরও ভেঙে পড়েছে| তাই প্রশাসনের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়তে পারে|
স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ১১.৫০ মিনিট নাগাদ ৬.৪ তীব্রতার জোরালো ভূকম্পন অনুভূত হয় তাইওয়ানে| শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দর শহর হিউয়ালিয়েন-এ| ৬.৪ তীব্রতার ভূমিকম্পের কিছু পরই আফটার শক অনুভূত হয়| ভূমিকম্পের উত্সস্থল ছিল তাইওয়ানের পূর্ব উপকূলের বন্দর শহর হিউয়ালিয়েন থেকে ২১ কিলোমিটার উত্তর-পূর্বে|
জোরালো ভূমিকম্পের তীব্রতায় হিউয়ালিয়েন শহরে ভেঙে পড়েছে পাঁচটি বহুতল| এছাড়াও একটি হোটেল, একটি মিলিটারি হাসপাতাল ও বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে| ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ জনের| মার্শাল নামক একটি হোটেলের নিম্নাংশ ভেঙে পড়ে, এছাড়াও অন্য একটি হোটেলের একাংশ হেলে যাওয়ায় আটকে পড়েন বহু মানুষ| ফলে, প্রাথমিকভাবে উদ্ধারকাজ চালাতে গিয়ে সমস্যা পড়েন উদ্ধারকারী দলের জওয়ানরা| ক্রেনের সাহায্যে উপরতলার মানুষদের উদ্ধার করা হয়| প্রশাসনের তরফে জানানো হয়েছে, মার্শাল হোটেলে মৃত্যু হয়েছে একজনের, এছাড়া একজনের মৃত্যু হয়েছে আবাসিক বহুতলে| বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে| আহত অবস্থায় অন্তত ২২৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে|
ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, দু’টি টেকটনিক প্লেটের জংশনের কাছেই অবস্থান তাইওয়ানের| তাই প্রায়ই কেঁপে ওঠে তাইওয়ান| গত রবিবারই দু’ঘন্টার ব্যবধানে পাঁচ বার ভূকম্পন অনুভূত হয়েছে তাইওয়ানে| প্রশাসনের মতে, ‘গত ১০ বছরের বেশি সময়ে হিউয়ালিয়েন শহরে এত জোরালো ভূমিকম্প হয়নি|’