নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের ক্রমাগত গোলাবর্ষণ করে যাওয়ার ঘটনা বিবৃতি দিতে গিয়ে বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লা। পাকিস্তানের গোলাবর্ষণ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, ‘শুধু কি তারাই গুলি চালাচ্ছে? আমরাও চালাচ্ছি। ’ আর এর পরেই বিতর্কের মুখে পড়েন ফারুক আব্দুল্লা। কারণ নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখার জন্য বারবার তৎপরতা দেখিয়েছে ভারত। কিন্তু পাকিস্তান সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বিগত প্রায় দুই বছরের বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীর ছাউনিগুলি এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করে গিয়েছে। এতে বহু ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। সূত্রের দাবি বিগত ৩৫ দিনে ১২ জন ভারতীয় সেনা জওয়ান পাক গোলায় নিহত হয়েছেন। গত রবিবারও পাকিস্তানির গোলা বর্ষণে প্রাণ হারান এক ক্যাপ্টেনসহ তিন জওয়ান। আহত হন বেশ কয়েক জন গ্রামবাসী। পাক গোলা থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্য রাজৌরি এবং পুঞ্চে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় স্কুলগুলি। সূত্রের খবর এমন পরিস্থিতি পাকিস্তানের নিন্দা না করে ভারতের নিন্দা করায় বিতর্কের মুখে পড়েছেন তিনি।
শুধু এবার নয়। এর আগেও আজাদ কাশ্মীর নিয়ে প্রসঙ্গে ফারুক আব্দুল্লা বলেছিলেন আজাদ কাশ্মীর পাকিস্তানের। এদিন ফারুক আব্দুল্লা আরও বলেন,যুদ্ধে পরিস্থিতি তৈরি হয়েছে। এতে মানুষ ধ্বংসে পথে চলে যাবে। এর একটাই সমাধান আর তা হল আলোচনার টেবিলে বসা ।