মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : মুক্তি পেল অজয় দেবগণ অভিনীত রেইডের ট্রেলার। মঙ্গলবার সকাল ১১টা৩০মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়া ইউটিউবে মুক্তি পায় ট্রেলারটি। ১৯৮১ সালের প্রেক্ষাপটে উপর ভিত্তি করে তৈরি হয়েছে রেইড। সিনেমাটিতে আয়কর বিভাগের এক আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। সিনেমাটিতে অজয় দেবগণ ছাড়াও অভিনয় করেছেন ইলিনা ডি’ক্রুজ এবং সৌরভ শুক্লা। রেইড পরিচালনা করেছেন রাজকুমার গুপ্ত। আগামী ১৬ মার্চ মুক্তি পেতে চলেছে রেইড।
এর আগে রেইডের পোস্টার প্রকাশিত হয়েছিল। এই সিনেমায় একজন সৎ আয়কর আধিকারিকের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। সিনেমাটিতে আটের দশকের একাধিক হাই প্রফাইল রেইডের ঘটনা তুলে ধরা হয়েছে। ছবির নির্মাতারা দাবি করেছেন বাস্তব ঘটনার উপর ভিত্তি করে সিনেমার চিত্রনাট্য তৈরি করা হয়েছে। রেইডের ট্রেলার নিজের ট্যুইটার অ্যাকাউণ্টেও শেয়ার করেছেন অজয় দেবগণ।