নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ প্রধানমন্ত্রীর জনসভার স্থান পরিবর্তন হয়েছে৷ শান্তিরবাজারের বদলে সোনামুড়ায় প্রধানমন্ত্রীর জনসভা হবে৷ তবে, কৈলাসহরের জনসভাটি অপরিবর্তীত রয়েছে৷ প্রথম দফায় নির্বাচনী প্রচারে ৮ ফেব্রুয়ারি আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে৷ রাজ্য পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, ইতিমধ্যেই ২৫ জন ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)র জওয়ান ও আধিকারিক রাজ্যে এসে পৌঁছেছেন৷ আগামী দু একদিনের মধ্যে মোট ৫৬ জন জওয়ান ও আধিকারিকরা আসবেন৷ বিশেষ বিমানে করে প্রধানমন্ত্রীর সফরের জন্য আসবে বুলেটপ্রুফ সহ অন্যান্য সুবিধাযুক্ত বিশেষ গাড়ি৷ ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর প্রস্তাবিত দুটি জনসভাস্থলে পৌঁছে গেছেন এনএসজি-র আধিকারিকরা৷ অন্যদিকে রাজ্য বিজেপি এবং রাজ্য প্রশাসনের রাজনৈতিক শাখা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে কৈলাসহরে এবং পরে সোনামুড়ায় জনসভাকে সম্বোধিত করবেন৷ স্থানগুলির প্রবেশপথ এবং প্রধানমন্ত্রীর জন্য প্রয়োজনীয় অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যাবতীয় খোঁজখবর নিতে সবধরনের ব্যবস্থাদি করতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷ জেলা পুলিশ সুপাররাও সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানা গেছে৷
2018-02-06