BRAKING NEWS

পাকিস্তানের গোলাবর্ষণ থেকে পড়ুয়াদের বাঁচাতে পুঞ্চে বন্ধ ৬০টি স্কুল

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), ৬ ফেব্রুয়ারি (হি.স.): সীমান্তের ওপার থেকে পাকিস্তান ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে অবিরাম গোলাবর্ষণ করে যাচ্ছে। মূলত ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এবং সীমান্তবর্তী গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করে চলেছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তা কথা ভেবে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় প্রায় ৬০টি স্কুলকে সাময়িক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল প্রশাসন। এই বিষয়ে পুঞ্চের জেলাশাসক তারিক আহমেদ জারগার জানিয়েছেন, বালাকোট সেক্টরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে অবিরাম গোলাবর্ষণ হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নিয়ন্ত্রণ রেখার ৫ কিলোমিটারের মধ্যে যেসব স্কুল রয়েছে সেইগুলি বন্ধ থাকবে। প্রায় ৬০ টি স্কুল ওই এলাকায় রয়েছে। স্কুল কবে খোলা হবে সেই বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, পড়ুয়াদের নিরাপত্তাদের কথা ভেবে এর আগে রাজৌরি জেলায় প্রায় ৮৪ টি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। প্রসঙ্গত রবিবার রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীর ছাউনি এবং রাজৌরি জেলার গ্রামগুলিকে লক্ষ্য করে অবিরাম গোলাবর্ষণ করতে থাকে। পাল্টা জবাব দেওয়া হয় ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের গোলায় তিন জওয়ানসহ প্রাণ হারান সেনাবাহিনীর এক ক্যাপ্টেন। পাশাপাশি আহত হন বেশ কয়েক জন গ্রামবাসী। এরপরেই সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে স্কুলগুলিকে বন্ধ করে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *