নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ বেকার ও সরকারি শিক্ষক কর্মচারী৷ দুই তুরুপের তাস ভালোই ব্যবহারের চেষ্টা

করলেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ কর্মসংস্থানের প্রশ্ণে কার্য্যত ঋণ মেলার ঘোষণা দিয়েছেন তিনি৷ শুধু তাই নয়, বিজেপি সরকার গঠন করলে সারা দেশের মত এরাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের জন্যও সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
রাজধানী আগরতলায় কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে রাজনাথ সিংয়ের রোড শো শুরু হয়েছে৷ রাজপথে নেমেছে জনঢল৷ সে সঙ্গে এগিয়ে চলছে বিজেপির বিজয় রথ৷ উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বিজয় রথ চলছে৷ রাজনাত সিং আর বিজেপি র সুসজ্জিত বিজয় রথ দেখতে রাস্তায় দুপাশে অগণিত ভিড় জমিয়েছেন৷ বিভিন্ন স্থানে মহিলারা উলুধবনি দিয়ে, শঙ্খধবনি করে, পুষ্পবৃষ্টি করে বিজয় রথকে স্বাগত জানাচ্ছেন৷ কড়া নিরাপত্তা প্রহরায় রাজনাথ সিং এর রোড শো শুরু হয়েছে আগরতলায় দুর্গাবাড়ি থেকে৷ রোড শো শুরু করার আগে বিজয় রথের যাত্রা সূচনা করেন রাজনাথ সিং৷ বিজয় রথগুলিতে ছবি লাগানো আছে বিজেপির সমস্ত প্রত্যাশীদের৷ কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী আইটিবিপি এবং সিআরপিএফ এর মহিলা রক্ষীরা রাস্তার দুধারে ভিড় সামলাচ্ছেন৷ একই সঙ্গে রয়েছেন এনএসজির কমান্ডোরাও৷ ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা কর্মীদের৷ খুব ধীরে রাজনাথ সিংয়ের কনভয় এগিয়ে চলেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপি র সভাপতি বিপ্লবকুমার দেব৷ প্রথম পর্যায়ের রোড শো বেলা দুটো নাগাদ শেষ হওয়ার ছিল৷ মধ্যাহ্ণ ভোজের বিরতির পর দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরু হয় বিকেল প্রায় সাড়ে তিনটে থেকে৷
রবিরারবিজয় সংকল্প রথযাত্রা শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং বলেন, বামফ্রন্ট যেদিন ক্ষমতায় এসেছিল তখন সারা রাজ্যে বেকারের সংখ্যা ছিল ৫০ হাজার৷ আজ এই সংখ্যা গিয়ে ঠেকেছে ৭ লক্ষে৷ তাঁর কথায়, সবাইকে সরকারি চাকুরী দেওয়া সম্ভব নয়৷ কিন্তু, বিজেপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে৷ তাঁর বক্তব্য, আজ যারা বেকার তারা স্বরোজগারি হয়ে উঠলে কর্মসংস্থান তাদের পক্ষেও সম্ভব৷ তিনি জানান, বেকারদের সস্তায় ঋণ পাওয়ার ব্যবস্থা করা হবে৷ মুদ্রা স্কীম চালু রয়েছে ঠিকই, কিন্তু এই প্রকল্পে অনেকেই লাভবান হচ্ছেন না৷ বিজেপি সরকার গঠন করলে মুদ্রা স্কীমের মাধ্যমে ঋণ প্রদানের সংখ্যা কয়েকগুন বাড়ানো হবে৷ তিনি নিশ্চিত এই পদক্ষেপ সঠিকভাবে বাস্তবায়িত হলে রাজ্যে বেকার সমস্যা অনেকটাই মিটে যাবে৷
এদিন তিনি রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীদের মন খুশিতে ভরিয়ে দিয়েছেন৷ তার বক্তব্য, বিজেপি সরকার গঠন করলে রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা হবে৷ তাঁর কথায়, সারা দেশের সাথে এই রাজ্য তিন কদম পিছিয়ে রয়েছে৷ এবিষয়ে তার ব্যাখ্যা, সারা দেশে সপ্তম বেতন কমিশন চালু হয়েছে৷ অথচ এরাজ্যের সরকারি শিক্ষক কর্মচারীরা চতুর্থ বেতন কমিশন অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন৷ তবে, বিজেপি ক্ষমতায় আসলে স্বল্প দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন এরাজ্যে লাগু করা হবে বলে প্রতিশ্রুতি দেন রাজনাথ সিং৷
এদিন তিনি বলেন, বিজেপি হিংসায় বিশ্বাস করে না৷ কিন্তু ত্রিপুরাতে বিজেপিকর্মীদের হত্যা করা হচ্ছে৷ বাদ যাচ্ছেন না সাংবাদিকরাও৷ রাজ্যের সাধারণ আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে৷ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা প্রয়োজন৷ তবে বিজেপি ক্ষমতায় এলে সকলের নিরাপত্তা সুনিশ্চিত হবে৷ এমন কি সিপিআইএম এর ক্যাডাররাও নিরাপদে তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হবেন৷ সরকারি নিরাপত্তা সুনিশ্চিত করবে বিজেপি৷ তিনি বলেন, বিজেপির সরকার ক্ষমতায় আসার অব্যবহিত পরেই অন্তত সাতদিনের মধ্যে দুই সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইকে দেওয়া হবে৷ বর্তমান সরকার সিবিআই তদন্তের নির্দেশ দিতে ভয় পাচ্ছে৷ কারণ এর পেছনে অনেক রহস্য আছে৷ তিনি আরও বলেন, ভারতীয় জনতা পার্টি দেশকে বিশ্বের অগ্রণী রাষ্ট্রে পরিণত করতে চায়৷ কিন্তু কোনও রাজ্যকে অনুন্নত রেখে তা সম্ভব নয়৷ তাই উন্নয়নের জন্য এ রাজ্যেও পরিবর্তন দরকার৷
রাজনাথ সিং এদিন উদ্বেগের সুরে বলে, ত্রিপুরায় ভ্রষ্টাচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে৷ রাজ্যের মানুষ এই অপশাসন থেকে মুক্তি পেতে চাইছেন৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার নিজেকে স্বচ্ছ বলে তুলে ধরতে চাইছেন৷ কিন্তু সরকারকে ভ্রষ্টাচারে ডুবিয়ে রেখে নিজেকে স্বচ্ছ হিসাবে তুলে ধরার কোনও যৌক্তিকতাই থাকতে পারে না৷ ইউপিএ আমনে প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং এরও একই অবস্থা ছিল৷ তাঁর বক্তব্য, দেশে অটলবিহারী বাজপেয়ীর সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথম উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরার উন্নয়নে দৃষ্টি দেওয়া হয়৷ মানুষ জানেন সিপিআইএম কিংবা কংগ্রেসের সরকার এ রাজ্যে রেল আনেনি৷ রেল এনেছে বিজেপি পরিলিত সরকার৷ উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করা হয়েছে বর্তমান সরকারের আমলে৷

