BRAKING NEWS

পতন অব্যাহত, দিনের শুরুতেই নিম্নগামী সেনসেক্স ও নিফটি

মুম্বই, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বাজেট পেশ হওয়ার পর থেকেই শেয়ার মার্কেটের পতন অব্যাহত| গত বৃহস্পতিবার বাজেট পেশ হওয়ার পরের দিন শুক্রবার অনেকটা নেমে গিয়েছিল সেনসেক্স| আর সোমবার বাজার খুলতেই সেই পতন অব্যাহত| সোমবার পাঁচশো পয়েন্ট নেমে ৩৪ হাজারের প্রায় মাঝামাঝি চলে এল সেনসেক্স| অন্যদিকে, নিফটিও ১০ হাজার ৬৬৪ পয়েন্টে নেমে যায়| শেয়ার মার্কেট বিশেষজ্ঞদের মতে, বাজেটে ইকু্যইটি হোল্ডিংয়ের উপর সরকার কর বসানোর কথা ঘোষণা করার পর থেকেই পতন অব্যাহত| সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পিএসইউ ব্যাঙ্ক ও ফিনান্সিয়াল স্টকে|
উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবর্ষের বাজেট পেশের প্রাক্কালে খুব ভালোই দৌড়চ্ছিল শেয়ার বাজার| কিছুদিন আগেই ৩৬ হাজারের সীমা পার করে গিয়েছিল সেনসেক্স| নিফটিও দৌড় বজায় রেখে ১১ হাজারের সীমা অনেকটা পেরিয়ে গিয়েছিল| তবে, বাজেট পেশের পর তা নামতে শুরু করেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *