নজর কাড়া কেন্দ্র বনমালীপুরে ত্রিশঙ্কু লড়াই, শেষ হাসি কার?

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ রাজ্যের রাজনৈতিক সমীকরণে পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের লড়াই জমে

বিপ্লব দেব, বিজেপি(বাঁয়ে), গোপাল চন্দ্র রায়, কংগ্রেস(মাঝে), অমল চক্রবর্তী, সিপিআইএম(ডানে)৷

উঠেছে৷ ১৩’র বিধানসভা নির্বাচনে ৫২ শতাংশ ভোট ব্যাঙ্ক নিয়ে ৫০ টি আসনে জয়ী হয় বামফ্রন্ট৷ তৎকালীন কংগ্রেস ৪৬ শতাংশ ভোট টেনে ১০ টি আসন দখল করে বিরোধী দলের মর্যাদা রক্ষা করেছিল৷ ১৮’র নির্বাচনে চমকভড়া বিধানসভা কেন্দ্র ৯ বনমালীপুর৷ দীর্ঘ দেড় দশক কেন্দ্রটি কংগ্রেস দলের দখলে৷ নতুন সমীকরণ এবার বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ শাসক দল দূর্গ দখল করতে বিতর্ক জিইয়ে রেখে শরিক দল থেকে সি পি আই এম প্রার্থী করেছে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তীকে৷ ত্রিশঙ্কু লড়াইয়ে জমে উঠলেও প্রচার, জয় নিয়ে নিশ্চিত হতে পারছেনা কোন শিবির৷

২০১৩-র বিধানসভা নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯,১৮২ জন৷ ১৮’র মোট ভোটার ৩৯,৬৪০ জন৷ নতুন ভোটার সংযোজন হয়েছে ৪৫৮ জন৷ বিজেপি’র পাখীর চোখ কেন্দ্রটি দখল করতে৷ রাজ্যের তরুণ নেতা প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব বাড়ি বাড়ি প্রচার করে বিকাশের বার্তা দিচ্ছেন৷ বর্তমান বিধায়ক গোপাল রায় চতুর্থবার জনসেবার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন ভোটারদের কাছে৷ বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমল চক্রবর্তীর দাবী ১৫ বছর ধরে এলাকায় উন্নয়ন হয়নি৷ বিজেপি প্রার্থী বহিরাগত বলে কটাক্ষ করছেন অমল বাবু৷ শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে বামফ্রন্ট প্রার্থীকে জয়ের জন্য ভোট দেওয়ার আবেদন করছেন শ্রীচক্রবর্তী৷

উল্লেখ্য, বনমালীপুর কেন্দ্রটি বরাবর বিরোধী দলের শক্ত ঘাঁটি৷ দীর্ঘদিন বনমালীপুরে মূল লড়াই হয়েছিল কংগ্রেস বনাম সি পি এমের৷ ব্যতিক্রমী এবারের নির্বাচনে ত্রিশঙ্কু লড়াই হচ্ছে৷ অবাম ভোট বিভাজনে জয় নিয়ে কোন ফর্মূলা প্রয়োগ করবে চিন্তিত উভয় শিবির৷ গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের বিধায়ক গোপাল চন্দ্র রায় ভোট পেয়েছিলেন ১৯,৪৬৪৷ সি পি আই বিজিত প্রার্থী ১৩,৭০২ টি ভোট৷ ৫৭৬২ ভোটের ব্যবধানে জয়ী হয় কংগ্রেস প্রার্থী৷

দলবদলের হাওয়ায় বিরোধী ভোট ব্যাঙ্কের বৃহৎ অংশ বিজেপি’তে মিশে গিয়েছে৷ শাসক দলের কমিটেড ভোটারদেরও একটি অংশে ভাঙ্গন ধরেছে৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশের দাবী ৫৭৬২ ভোট মূল নির্ণায়ক শক্তি৷ কংগ্রেস ও সি পি এমের ভাঙ্গন এবং বিজেপি হাওয়া কাজে লাগিয়ে কেন্দ্র দখলের স্বপ্ণ দেখছে ভারতীয় জনতা পার্টি৷

জানা গিয়েছে, এলাকার বিধায়কের ঘড়ে সিঁদ কেটে নীরবভাবে কমিটেড ভোটরদের দলে টানছে বিজেপি৷ বামফ্রন্ট মনোনীত প্রার্থী অমল চক্রবর্তীও রাজনৈতিক বিচক্ষনতা, যুবাদের বড় অংশ নিজেদের অনুকূলে আনতে সফল হয়েছেন৷ ১৬৯৬ শতাংশ ভোটের মার্জিনে বরাবর বিরোধী কংগ্রেস দখল করেন বনমালীপুর৷ রাজনীতিতে স্বচ্ছ ইমেজ, ক্রমবর্ধমান জনপ্রিয়তা বৃদ্ধি এবং মানুষের পরিবর্তনের টনিক দেওয়া বিপ্লব বাবুর ক্যারিয়ারের প্রশ্ণে দাপিয়ে বেড়াচ্ছেন এলাকায়৷ অবাম ভোট দ্বি-খন্ডিত হওয়াকে কাজে লাগিয়ে শাসক শিবির গোলপোস্টে গোল করতে পারে, উড়িয়ে দিচ্ছেনা তথ্যবিজ্ঞ মহল৷