কাবুল, ৪ ফেব্রুয়ারি (হি.স.): পূর্ব আফগানিস্তানের নানগড়হাড় রাজ্য ড্রোন হামলায় খতম তিন আইসিস জঙ্গি। এই বিষয়ে নানগড়হাড় রাজ্যের গর্ভনরের দফতর থেকে জানানো হয়েছে রাজ্যের হাসকা মিনা জেলায় ড্রোন হামলা চালায় আমেরিকান বাহিনীরা। আর তাতেই নিহত হন ওই তিন আইসিস জঙ্গি। এই হামলায় আইসিস জঙ্গিদের অস্ত্র, গোলা বারুদ, বিস্ফোরকও ধ্বংস করা হয়।
সূত্রের দাবি আফগানিস্তানের অন্য রাজ্যগুলির তুলনায় শান্ত এই নানগড়হাড় রাজ্য। বেশ কয়েকদিন ধরেই এখানে নিজেদের সংগঠনের বিস্তার করতে চাইছে তালিবান এবং আইসিস। আর তাদের সেই বিস্তারকে আটকাতে চাইছে আমেরিকা এবং আফগআনিস্তানের যৌথবাহিনী। সেই সূত্রে তালিবান ও আইসিস অধ্যুষিত এলাকায় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে আমেরিকা। এছাড়াও একাধিক সামরিক অভিযান চালানো হচ্ছে এই রাজ্যে।