নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ শনিবার রাতে ত্রিপুরা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং৷ ২ দিনের রাজ্য সফরে তিনি ৪টি জনসভায় যোগ দেবেন৷ একই সঙ্গে করবেন রোড শোও৷ বিজেপি সূত্রে জানা গেছে শনিবার রাতে তিনি আগরতলা বিমানবন্দরে অবতরণের পর সোজা চলে যাবেন বড়জলা বিধানসভা কেন্দ্রে ভাষণ দিতে৷ এই রাতে তিনি আরও দুইটি জনসভায় ভাষণ দেবেন৷ পরের দিন সকালে তিনি আগরতলা দুর্গা বাড়ি থেকে বিজয় রথের সূচনা করবেন এবং এর পরেই তিনি একটি রোড শোতে যোগ দেবেন৷ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং রাজ্যে আরও তিনটি জনসভা সংগঠিত করবেন৷ এইদিন রাতে তার দিল্লির ফেরার কথা বলে জানা গিয়েছে৷
2018-02-03