BRAKING NEWS

হরিয়ানার মানুষকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ খাট্টার প্রশাসন : ওয়েইসি

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): হরিয়ানার মহেন্দরগড়ে কাশ্মীরি ছাত্রদের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন সভাপতি আসাউদ্দিন ওয়েইসি| শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ওয়েইসি বলেছেন, ‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং সর্বদা তাই থাকবে| আমরা কোন বার্তা পাঠাচ্ছি? তাঁরা কি অপরাধ করেছে? মানুষকে নিরাপত্তা প্রদানের বদলে, সরকার শুধু মতাদর্শই অনুসরণ করছে|’
শুক্রবার মসজিদ থেকে নমাজ পড়ে ফেরার পথে দুই কাশ্মীরি ছাত্রকে হামলার অভিযোগ ওঠে| আক্রান্ত দুই ছাত্র হরিয়ানার সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করে| এই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর, ৬ অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ| তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে তিনজনকে| এই ঘটনায় ক্ষোভ উগড়ে দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি|
হরিয়ানায় কাশ্মীরি ছাত্রদের উপর হামলার ঘটনা প্রসঙ্গে এবার উদ্বেগ প্রকাশ করলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমেন সভাপতি আসাউদ্দিন ওয়েইসি| হরিয়ানা সরকারের তীব্র সমালোচনা করে ওয়েইসি জানিয়েছেন, ‘হরিয়ানার মানুষকে নিরাপত্তা প্রদানে ব্যর্থ খাট্টার প্রশাসন| মসজিদ থেকে বেরিয়ে আসার পরই দুই কাশ্মীরি ছাত্রকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ করা হয়েছে| আমি এই হামলাকে তীব্র ভাষায় নিন্দা করি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *