নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ ভোটের দিন এগিয়ে আসতেই সিপিএম ও বিজেপি’র রাজনৈতিক সংঘর্ষ চরমে উঠেছে৷ খোয়াই বিধানসভার অর্ন্তগত বিজেপি’র ৯ নং বুথ অফিসে বৃহস্পতিবার গভীররাতে নাশকতা চালায় দুসৃকতীরা৷ খবর জানাজানি হতেই দলীয় কার্যকর্তারা ছুটে গিয়ে পাল্টা আক্রমণ হানেন সি পি এম কর্মীদের উপরে৷ মূহুর্তেই অগ্ণিগর্ভ হয়ে উঠে গোটা এলাকা৷ বিশাল পরিমানে আধা সামরিক বাহিনী ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় বিজেপি’র অভিযোগে শাসক দলের সমর্থিত অভিজিৎ গোপকে আটক করেছে খোয়াই থানার পুলিশ৷ বিজেপি মনোনীত প্রার্থী অমিত রক্ষিত অভিযোগ করেছেন, সি পি এম ক্ষমতা হারানোর ভয়ে সংকীর্ণ রাজনীতিতে মেতেছে৷
জানা গিয়েছে, সন্ধ্যা থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে ছায়াযুদ্ধ চলছিল৷ দলীয় কার্যালয় থেকে যাওয়ার পথে উভয় দলীয় সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েছে৷ আধা সামরিক বাহিনীর দুয়ালাপের জন্য বড়সড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন, বিরোধী দলের বুথ অফিসে ভাঙচুর, কর্মী নিগ্রহে প্রশাসনকে দলমতের উর্দ্ধে উঠে কাজ করার দাবী জানিয়েছেন অমিত রক্ষিত৷ তাঁর মতে, শাসক দল রাজনৈতিক হিংসা বন্ধ না করলে বিজেপি পাল্টা ব্যবস্থার জন্য প্রস্তুত রয়েছে৷ দুই দলের বচসা ঘিড়ে উত্তপ্ত খোয়াই রাজনৈতিক পরিস্থিতি৷