চেন্নাই, ৩ ফেব্রুয়ারি (হি.স.): দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী মীনাক্ষী মন্দির চত্বরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাত ১০টা নাগাদ আগুন লাগে মীনাক্ষী মন্দির চত্বরের পূর্ব দিকে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। ৬০ জন দমকলকর্মীদের প্রায় ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে মন্দির চত্বরের ভেতরে থাকা ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি কারণে আগুন লাগে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
অন্যদিকে দমকলের তরফ থেকে জানানো হয়েছে অগ্নি নির্বাপনের আধুনিক কোনও ব্যবস্থায় মন্দির চত্বরের ভেতরে ছিল না। তাদের দাবি সঠিক সময় আগুন নেভানোর কাজ শুরু না করলে তা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এমনকি মূল মন্দিরে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।
অন্যদিকে মাদুরাইয়ের জেলাশাসক বীরা রাঘবা রাও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই অগ্নিকাণ্ডের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।