BRAKING NEWS

মধ্যপ্রদেশে দেশি মদ খেয়ে মৃত্যু আদিবাসী সম্প্রদায়ের ২ ব্যক্তির, অসুস্থ ৩

বারওয়ানি, ১ ফেব্রুয়ারি (হি.স.): দেশি মদ খেয়ে মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায় মৃত্যু হল দুই আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির। পুলিশ সূত্রে জানানো হয়েছে, বুধবার দেশি মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন আদিবাসী সম্প্রদায়ভুক্ত দুই ব্যক্তি। বুধবার দেশি মদ খেয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীনই ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও এই ঘটনায় অসুস্থ হওয়া আরও তিন জনের চিকিৎসা চলছে হাসপাতালে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
এই ঘটনায় নিহতের পরিবারগুলিকে স্থানীয় প্রশাসন এবং রেডক্রসের তরফ থেকে ১০০০০ টাকা করে দেওয়া হবে এবং হাসপাতালে যাদের চিকিৎসা চলছে তাদের পরিবারগুলিকে ৫০০০ টাকা করে দেওয়া হবে। এই রকম ঘটনা যাতে আগামী দিনে ঘটতে না পারে সেই জন্য সতর্ক প্রশাসন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *