BRAKING NEWS

নৌশেরা সেক্টরে পাকিস্তানি হামলা, বন্ধ রাখা হল ৭১টি স্কুল

শ্রীনগর, ১ ফেব্রুয়ারি (হি.স.): বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সীমান্ত সংলগ্ন একাধিক জনবসতিপূর্ণ গ্রামগুলি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্সরা| পাক সেনাবাহিনী সীমান্ত সংলগ্ন কাম্পালা, পুখেরনি, লাম, আনওয়াস, ভাণ্ডার, রাত্তাল এবং বাসালি প্রভৃতি গ্রাম লক্ষ্য করে হামলা চালায়| রাজৌরির জেলা কালেক্টর শহিদ চৌধুরী জানিয়েছেন, ‘নৌশেরা সেক্টরের লাম এলাকায় ভারী গোলাগুলি বর্ষণের কারণে ৭১টি স্কুল বন্ধ রাখা হয়েছে| সাধারণ মানুষের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে|’
উল্লেখ্য, বুধবারই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সৈন্য| তার আগে গত ৩০ জানুয়ারি রাজৌরির নৌশেরা সেক্টরের মানপুর, ডানাকা এবং গন্যা এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি রেঞ্জার্সরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *