নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.) : আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি রাখার অভিযোগ উঠল হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা বীরভদ্র সিং। তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ইডি। পাটিয়ালা হাউজ কোর্টে দায়ের করা ইডির চার্জশিট বীরভদ্র সিং ছাড়াও রয়েছে বীরভদ্র সিংয়ের স্ত্রীর নাম। এর আগে ২২ জানুয়ারি ইডির তরফ থেকে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি রাখার জন্য বীরভদ্র সিংয়ের বিরুদ্ধে রিপোর্ট দায়ের করে ইডি। এর আগে এই একই মামলার শুনানিতে পাটিয়ালা হাউস কোর্টে এক জীবন বীমা এজেন্টে আনন্দ চৌহানকে জামিন দিয়েছিল কোর্ট।
উল্লেখ্য, এর ফলে হিমাচলপ্রদেশে আরও খারাপ অবস্থায় চলে কংগ্রেস। কংগ্রেসের একজন বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এই রকম অভিযোগ ওঠায় খুশি বিজেপি। অন্যদিকে এটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করেছে কংগ্রেস।